Shopping Cart
৳ 0.00

No products in the cart.

আহ্বান: ড. মিজানুর রহমান আজহারি

প্রকাশকের কথা

বইয়ের পাতায় দুনিয়া কাপানো তুমুল জনপ্রিয় মানুষদের জীবনী পড়েছি। মনে ভাবনা জাগত-তাদের যদি একবার দেখতে পেতাম। প্রবীণ নাগরিকদের মুখে যখন তাদের দেখা সফল মানুষদের গল্প শুনতাম, তখন ইচ্ছে হতো সেসব সফল মানুষকে দেখার । বুঝতে চাইতাম-ঠিক কী কারণে একজন মানুষ আরেকজন মানুষকে এত ভালোবাসে? সফল মানুষরা কীভাবে তাদের সাফল্যগাথা রচনা করে, তা জানার এক বিপুল আগ্রহ ছিল । মানুষের কাছে প্রিয় হয়ে ওঠার মতো কঠিন কাজ আর কী হতে পারে?

আমার সৌভাগ্য, বই নিয়ে কাজ করার সুবাদে বর্তমান সময়ের জনপ্রিয় দাঈ, চিন্তক ও আলোচক মিজানুর রহমান আজহারি ভাইকে খুব কাছে থেকে দেখেছি। “তুমুল জনপ্রিয়” শব্দ দুটো তার নামের সাথে খুবই মানানসই, এতে হাতে গোনা দু-একজন ছাড়া কারও দ্বিমত থাকার কথা না। তার সাথে কাজ করে বুঝেছি, সফল মানুষরা কেন সফল হয়। শিখেছি, কীভাবে একটা কাজের পেছনে লেগে থাকতে হয়। বিনয় আর নিরহংকারের ছবক পেয়েছি সন্তোপর্ণে ৷ বড়ো মানুষদের চিন্তা, দর্শন, বোধ ও আচরণ আদতেই অনেক বড়ো মানুষের মতো ।

প্রকাশকের কথার শুরুতেই এসব আলাপ তোলার কারণ আছে। ব্যক্তি যখন প্রতিষ্ঠান হয়ে ওঠেন, ব্যক্তিতৃর আভা যখন কোটি মানুষের হৃদয়কে স্পর্শ করে, তখন তার ব্যাপারে জনপরিসরে জানানোর একটা তাগিদ থাকেই । বইয়ের জগতের একজন মানুষ হিসেবে আশ্বস্ত করছি, আপনারা এতদিন মুহতারাম আজহারির জবানীতে অমীয় সুধা পান করেছেন, এখন ধীরেধীরে তার কলমের ধার দেখতে পাবেন, ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তার কলমেও বিশেষ রহমত ঢেলে দিয়েছেন, মুহূর্তেই দারুণ করে লিখতে পারেন। শব্দচয়ন ও বাক্যগঠনে, ভাবের বহিঃপ্রকাশে তিনি পরিণত ও আকর্ষণীয় হয়ে উঠছেন। একজন কথক সহজে লিখতে পারেন না; বলা আর লেখা ভিন্ন দুটো বিষয়। কিন্তু তিনি উভয়ের মাঝে এক নতুন সেতু নির্মাণ করে চলছেন

কেন আজহারিকে পাঠ করছে তরুণরা? আগেই উল্লেখ করেছি, তিনি ‘বিপুল জনপ্রিয়’। তার কথা মানুষ তন্ময় হয়ে শোনেন, তার কথা শোনার জন্য মানুষ অপেক্ষা করেন। তার নসিহা গ্রহণ করার জন্য প্রজন্মের বড়ো একটা অংশ প্রতীক্ষার প্রহর গোনে। খুব সাধারণ কথামালাকে অসাধারণভাবে উপস্থাপনের এক দারুণ যোগ্যতা রাব্বুল আলামিন তাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ ৷ তার প্রথম বই ম্যাসেজ : আধুনিক মননে দ্বীনের ছোয়া লাখো তরুণের হাতে পৌছেছে। অনেক তরুণ আমাদের মেইল করেছে, ফোন করেছে; অসংখ্য তরুণের মননে দ্বীনের ছোয়া লেগেছে। এর চেয়ে আনন্দের খবর, ভালো খবর আর কী হতে পারে?

আলহামদুলিল্লাহ! আহ্বান : আধুনিক মননে আলোর পরশ সম্মানিত লেখকের দ্বিতীয় গ্রন্থ। বলা যায় প্রথমটার সিক্যুয়াল ৷ এই গ্রন্ছে সুনির্দিষ্ট আটটি বিষয়ে উম্মাহর সামনে লেখকের ভাবনা ও প্রস্তাবনা উপস্থাপিত হয়েছে। স্পিরিচুয়াল নসিহার পাশাপাশি জীবনঘনিষ্ঠ কিছু আলাপ সামনে এসেছে। আমরা বিশ্বাস করি, পাঠকরা খুব সহজ ভাষায় আসমানি আলোর পরশ অনুভব করবেন, নতুন বোধের মুখোমুখি হবেন, ইনশাআল্লাহ ।

আমাদের আহ্বান আল্লাহর কাছাকাছি পৌছে যাওয়ার, চিরস্থায়ী মুক্তি নিশ্চিত করার।

নূর মোহাম্মাদ আবু তাহের
বাংলাবাজার, ঢাকা
১৭ মার্চ, ২০২২

Home Shop Cart Account