
রাসূল মোটামুটি তিন ধরনের খাবার খেতেন—
১. সাধারণ বা সহজাত খাবার, যা তিনি নিয়মিত খেতেন। এর মধ্যে ছিল খেজুর, দুধ, গোশত, লাউ, যবের ছাতু ও বার্লি দিয়ে তৈরি রুটি আবদুল্লাহ ইবনে সালাম (রা.) বর্ণনা করেন-
‘আমি রাসূল -কে বার্লির এক টুকরো রুটির ওপর একটি খেজুর রাখতে দেখেছি। তারপর বলেছেন—“এটিই সালন- মসলা।”” (আবু দাউদ : ৩৮৩০)
২. রাসূল এমন কিছু দুর্লভ খাবার খেয়েছেন, যা সচারচর পাওয়া যেত না। এই ধরনের খাবার নবিজি খুব কম সময়ই খেয়েছেন। যেমন : খরগোসের গোশত, সামুদ্রিক মাছ ইত্যাদি।
৩. বিশ্বনবি কিছু কিছু খাবার একটু বেশি পছন্দ করতেন। যেমন : মধু, মিষ্টান্ন, সারিদ, খাশির সামনের রান ইত্যাদি ।
রাসূল যে সমস্ত খাবার গ্রহণ করতেন বা জীবনে একবার হলেও খেয়েছেন বলে বর্ণনা পাওয়া যায়, তার একটি সামগ্রিক তালিকা দেখে নেওয়া যাক—