
রাসূল মিষ্টিজাতীয় খাবারও খেতে খুব পছন্দ করতেন। প্রাকৃতিক মধু ও প্রক্রিয়াজাত মিষ্টি ছিল এর মধ্যে অন্যতম। আয়িশা (রা.) বর্ণনা করেন-
রাসূল মিষ্টান্ন ও মধু পছন্দ করতেন।’ (বুখারি : ৫১১৫)
প্রতিদিন বিকেলে স্ত্রীদের সাথে সাক্ষাৎ এবং মধুপান করতেন। তিনি মধুকে অভিহিত করেছেন উত্তম ওষুধ হিসেবে। একে তিনি শেফা বা আরোগ্য লাভের উপকরণ বলেও ঘোষণা করেছেন। ইবনে মাসউদ (রা.) বর্ণিত, রাসূল ইরশাদ করেন—
‘তোমাদের উচিত দুটি জিনিসের শেফা গ্রহণ করা; মধু ও কুরআন।’ (ইবনে মাজাহ : ৩৪৫২)