
কতক কাজ ও অভ্যাস রয়েছে, যেগুলো দাম্পত্য পোশাককে মলিন করে দেয়। বিষিয়ে তোলে স্বামী-স্ত্রীর মনের আবহ। এগুলোর ধারাবাহিক চর্চা একপর্যায়ে দাম্পত্য সম্পর্ককে উত্তপ্ত অগ্নিকুণ্ডে পরিণত করে। কখনো কখনো সেটা বিচ্ছেদ অবধিও গড়ায়।
আমাদের দেশে বিবাহবিচ্ছেদের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। সাম্প্রতিক এক জরিপ থেকে জানা যায়, ঢাকায় প্রতিদিন গড়ে ৩৯টি বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটছে। অথচ এই দম্পতিগুলোই একদিন খোলা আকাশের নিচে বসে হাতে হাত রেখে স্বপ্ন বুনেছে, সুখে-দুঃখে একে অপরকে আগলে রাখার আশ্বাস দিয়েছে, প্রতিজ্ঞা করেছে পরস্পরের আমরণ সঙ্গী হওয়ার
যে সমস্ত বিষয় ও অভ্যাস দাম্পত্য সম্পর্কের মাঝে নীরব ঘাতকের ন্যায় প্রবেশ করে তাকে চূড়ান্ত ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়, সেগুলো হলো- সন্দেহ : বিশ্বাসই সুখী দাম্পত্যজীবনের মূল চাবিকাঠি। বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত সম্পর্ক কংক্রিট অপেক্ষা মজবুত। এটা পরস্পরের মধ্যে এক অদৃশ্য চুক্তিও বটে, কিন্তু এই বিশ্বাসের মাঝে একবার সন্দেহ প্রবেশ করলে তা বিশ্বাসকে চিরতরে বিকল করে দেয়।
বর্তমানে আমাদের অধিকাংশ পরিবারেই দেখা যায়, স্বামী স্ত্রীকে সন্দেহ করে; অনুরূপ স্ত্রী স্বামীকে। প্রত্যেকেই যেন সন্দেহের প্রতিযোগিতায় মত্ত । দম্পতির মাঝে সন্দেহ তৈরিতে তাদের ব্যক্তিগত আচার-আচরণ যেমন দায়ী, তার চেয়েও বেশি দায়ী আমাদের মিডিয়া জগৎ; বিশেষত বিদেশি সিরিয়াল। এগুলো প্রতিনিয়ত মা-বোনদের শৈল্পিক উপায়ে সন্দেহ করতে শেখায়;