Shopping Cart
৳ 0.00

No products in the cart.

আহ্বান: ড. মিজানুর রহমান আজহারি

লেখকের কথা

সমস্ত প্রশংসা কেবল আল্লাহর জন্যই নিবেদিত, যার অপার করুণায় পূর্ণতা পায় আমাদের যাবতীয় সংকর্ম । দরুদ ও সালাম প্রিয়নবি মুহাম্মাদ %%-এর প্রতি, যিনি আমৃত্যু আমাদের আহ্বান করে গেছেন মহাসত্যের দিকে।

আমি ক্ষুদ্র মানুষ; চেষ্টা করি শত সীমাবদ্ধতা সত্তেও আল্লাহর বান্দাদের দ্বীনের পথে আহ্বান করতে । সাধ্যের সবটুকু দিয়ে দ্বীনের বুঝ জনপরিসরে তুলে ধরার এক আসমানি তাগাদা হৃদয়ে সর্বদাই অনুভব করি। আমি আলোচনার জগতের মানুষ; কথা বলার মাঝেই স্বাচ্ছন্দ্য খুঁজে পাই । তবে এই প্রজন্মের একজন তরুণ হিসেবে মনেপ্রাণে চাই সম্ভাব্য সকল উপায়ে সত্যের পয়গাম মানুষের মাঝে ছড়িয়ে দিতে। সেই তাড়না থেকেই হাতেকলম তুলে নেওয়া । প্রায় বছর খানেকের ব্যবধানে একুশে বইমেলা ২০২২-এ বাজারে আসছে আমার দ্বিতীয় বই আহ্বান : আধুনিক মননে আলোর পরশ। বাংলা সাহিত্যের দুনিয়ায় ছোট্ট একজন কন্ট্রিবিউটর হিসেবে অংশ নিতে পেরে আমি যারপরনাই আনন্দিত ও উচ্ছ্বসিত ।

গত কয়েক বছরে ইসলামি সাহিত্যাঙ্গনে অসাধারণ কিছু কন্টেন্ট যুক্ত হয়েছে। আমাদের পূর্বসূরিরা তো বটেই, হালের তরুণরাও লিখে চলেছে অদম্য গতিতে । লাখো পাঠক ইসলামি সাহিত্য পড়ছে। নতুন প্রজন্ম দ্বীনকে জানতে চায়, খুঁজে পেতে চায় সত্যের দিশা । জ্ঞান-তৃষ্ণায় কাতর এই মুসাফিরদের হরফের পানি পান করানোর নৈতিক দায়িত্ব আমরা এড়িয়ে যেতে পারি না। তাই সাহিত্যের মানুষ না হয়েও লেখালিখির দুঃসাহস করেছি। পেরেছি খুব সামান্য কিছুই ।

সাহিত্যরপ অপার দরিয়ায় দুটা পানি যুক্ত করতে পেরে আমি আল্লাহ রাব্দুল আলামিনের শুকরিয়া আদায় করছি। প্রথম গ্রন্থ- ম্যাসেজ : আধুনিক মননে দ্বীনের ছোয়া যেভাবে পাঠকবৃন্দ গ্রহণ করেছেন; তাতে আমি অভিডুত, বিশ্মিত। সম্মানিত পাঠকদের ভালোবাসায় সিক্ত হয়েই নতুন করে লেখার হিম্মত পেয়েছি।

সময়কে ধারণ করে সুনির্দিষ্ট আটটি বিষয়ে আলোচনা পেশ করা হয়েছে এই এছে। বইটিতে কুরআন-সুন্নাহ্‌র উদ্ধৃতি, সাহাবিদের বক্তব্য, সালাফদের ভাষ্য, বিভিন্ন শিক্ষণীয় ঘটনা, ক্লাসিক্যাল ও আধুনিক স্কলারদের রেফারেঙ্সের পাশাপাশি আমার নিজস্ব কিছু চিন্তা-ভাবনাও উপস্থাপিত হয়েছে। বরাবর বলে এসেছি-_আমাদের বক্তৃতা, লেখালিখি কিছবা দ্বীনের যেকোনো উপস্থাপনা পদ্ধতি হওয়া উচিত সহজ-সরল, জীবনঘনিষ্ঠ। গাষ্ীর্যপূর্ণ ভাষায় হয়তো উচ্চশিক্ষিত শ্রেণিকে আকৃষ্ট করা যায়, কিন্তু সাধারণ জনতার দুয়ারে পৌছানো যায় না। তাই ভাবনাগুলোকে বৈঠকি কথামালায় রূপ দিয়ে কিছু আহ্বান জানিয়েছি বইটিতে । বিশেষভাবে খেয়াল রেখেছি-প্রকাশভঙ্গি যাতে তরুণ ও সাধারণ শিক্ষায় শিক্ষিত লোকজনের বোধের অতীত হয়ে না ওঠে । সকল ধর্ম, বয়স, শ্রেণি-পেশার পাঠক নিজেদের সাথে বইটিকে কানেক্ট করতে পারবেন বলেই আমার বিশ্বাস।

প্রতিশ্রুতিশীল প্রকাশনা সংস্থা গার্ডিয়ান পাবলিকেশনকে পাশে পেয়ে আমি কৃতজ্ঞ। পুরো টিম দুর্দান্ত পরিশ্রম করেছে। গ্রন্থটিকে পাঠকদের সামনে স্মার্টলি উপস্থাপন করতে বেশ কিছু তরুণ দিন-রাত শ্রম দিয়েছে, তাদের সকলের প্রতিই আন্তরিক মোবারকবাদ । প্রত্যেকের কল্যাণ কামনা করছি।

মানুষ হিসেবে আমরা কেউ ভুলের উর্ধ্বে নই। এই বইটিতেও কোনো ভুল থাকবে না-এমন দাবি করা হবে মোটের ওপর অন্যায্য। মানবিক দুর্বলতাপ্রসূত বিশেষ কোনো টাইপিং মিসটেইক অথবা তথ্যগত অসংগতি আপনাদের চোখে পড়লে দয়া করে আমাদের জানাবেন। আমরা পরবর্তী সংস্করণে সেটা সংশোধন করে নেব, ইনশাআল্লাহ ।

আহ্বান বইটিতে মানুষের বোধ ও বিশ্বাসে উন্নয়ন, আত্মিক সমৃদ্ধি, সম্পর্কের রসায়ন এবং লাইফস্টাইলে ক্রমাগত উৎকর্ষ সাধন নিয়ে কিছু সুনির্দিষ্ট বার্তা দেওয়ার চেষ্টা করেছি। আশা রাখছি, বাংলা ভাষাভাষী পাঠকদের নিকট ইসলামের সৌন্দর্য, মূল তাৎপর্য, স্পিরিট ও মধ্যপদ্থার শিক্ষা তুলে ধরতে বইটি কিছুটা হলেও অবদান রাখবে, কাজ করবে সঠিক জীবনদর্শন বিনির্মাণে অনন্য সহায়িকা হিসেবে। আধুনিক মননে দ্বীনের পরশ লাগুক–এই প্রত্যাশায় স্বাগত জানাই আলোকের আহ্বানে ।

মিজানুর রহমান আজহারি
১২ মার্চ, ২০২২

Home Shop Cart Account