
পানীয় খাদ্যের মধ্যে নবিজি পানি ও মধু তো খেতেনই । এর সাথে বিভিন্ন ঔষধি শরবতও খেতেন। যেমন : সিরকা। রাসূল সিরকা পছন্দ করতেন। ইংরেজিতে এটাকে বলা হয় ভিনেগার (Vinegar)। ইমাম শাফেয়ি (রহ.) বলতেন—
‘অবিশ্বাসীরা যেমন মদ খায়, তেমনই আমাদের জন্য প্রিয় শিরকা ।
জাবের (রা.) বলেন-
‘রাসূল তাঁর পরিবারের কাছে “সালন” চাইলেন। তাঁরা বললেন—“আমাদের কাছে তো সিরকা ছাড়া আর কিছুই নেই।” এরপর মহানবি -এর কাছে সেগুলো নিয়ে আসা হলো। তিনি তা খেতে শুরু করলেন। তারপর বললেন—“সিরকা কতই-না উত্তম সালন! সিরকা কতই-না উত্তম সালন!” সেদিন থেকে আমি সিরকা পছন্দ করতে শুরু করলাম।’ (মুসলিম : ২০৫১ )