
সাগরের মাছ পছন্দ করতেন। এ বিষয়ে জাবির ইবনে আবদুল্লাহ (রা.)-এর বর্ণনায় একটি দীর্ঘ হাদিস রয়েছে। সেখানে তিনি বলেন—
‘রাসূলুল্লাহ কুরাইশদের একটি কাফেলার ওপর সুযোগমতো আক্রমণ চালানোর জন্য আমাদের ৩০০ সদস্যের একটি সৈন্যবাহিনী পাঠালেন। আবু উবায়দা ইবনুল জাররাহ (রা.) ছিলেন আমাদের সেনাপতি। আমরা অর্ধমাস সমুদ্রতীরে অবস্থান করলাম। একপর্যায়ে ভয়ানক ক্ষুধা আমাদের পেয়ে বসল । ক্ষুধার জ্বালায় গাছের পাতা খেতে থাকলাম। এজন্যই পরবর্তী সময়ে এ সৈন্যবাহিনীর নাম রাখা হয়েছে “জায়শুল খাবাত” বা পাতাওয়ালা সৈন্যদল ।
এরপর সমুদ্র আমাদের জন্য আম্বর নামক একটি প্রাণী (মাছ) নিক্ষেপ করল। আমরা অর্ধমাস ধরে তা খেলাম। এর চর্বি শরীরে লাগালাম। ফলে আমাদের শরীর পূর্বের মতো হৃষ্টপুষ্ট হয়ে উঠল। একবার আবু উবায়দা (রা.) মাছটির শরীর থেকে একটি পাঁজর ধরে খাড়া করালেন। এরপর তাঁর সাথিদের মধ্যকার সবচেয়ে লম্বা লোকটিকে আসতে বললেন। লোকটিকে উটের পিঠে বসিয়ে হাড়টির নিচ দিয়ে অতিক্রম করালেন।
-কে বিষয়টি
এরপর আমরা মদিনায় ফিরে এলে রাসূল জানালাম। তিনি বললেন—“খাও। এটি তোমাদের জন্য রিজিক হিসেবে আল্লাহই পাঠিয়েছেন। আর তোমাদের কাছে কিছু অবশিষ্ট থাকলে আমাদেরও খাওয়াও।” এরপর মাছটির কিছু অংশ রাসূল -কে দেওয়া হলো । তিনি তা খেলেন।’
(বুখারি : ৪৩৬১, ৪৩৬২)